1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

দৈনিক “যায়যায়দিন” পত্রিকার ১৭ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে আনন্দঘন পরিবেশ ও উৎসবমুখরভাবে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় যায়যায়দিন ফেন্ডস ফোরামের আয়োজনে কেরানীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রেসক্লাব সভাপতি রায়হান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা ওসি আবু ছালাম মিয়া ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

এছাড়া অনুষ্ঠানে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকসহ ফেন্ডস ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। দৈনিক যায়যায়দিন দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত পত্রিকা। তিনি দৈনিক যায়যায়দিনে পত্রিকার মালিক, প্রকাশক, সম্পাদকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান।”

শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।

 

 

/মাসুম পারভেজ/০৯.৫৬

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews