1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ও হযরতপুর এলাকায় রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার কলাতিয়ার আলীপুর ব্রীজের উত্তর পাশে প্রাইভেটকার ও ঢাকাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুল্লা আল মামুন(৩৮) নামে এক ব্যক্তি নিহত হন।
অপরদিকে বিকাল ৪টায় ঢাকা নবাবগঞ্জ রোডের শাক্তা ব্রীজের কাছে রুতিহপুর থেকে গুলিস্থানগামী লেগুনা ও বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা তিন আরোহীর সিফাত (১৬) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়। বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়ার পথে ইমন (১৭) নামে আরও একজনের মৃত্যু হয়। নাহিদ নামের আরেকজন কে  মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজনের আবদুল্লা আল মামুন মানিকগঞ্জের সিংগাইর থানার নিলম্ব পট্টির ওলিউল্লাহ ছেলে। সিফাত রুহিতপুরের মুগারচর এলাকার গোলাম হোসেনর পুত্র এবং নিহত ইমন তারানগর বেলনা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে কলাতিয়ায় ১জন ও বিকালে শাক্তা এলাকায় ২ জন সড়ক দুর্ঘটনায় নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।  সকালের ঘটনায় প্রাইভেট কারের চালককে আটক করা গেলেও বিকালের ঘটনায় লেগুনা চালক ও হেলপার পালিয়ে গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews