পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতার রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে)। এ সময় ফুল দিয়ে কেকের মরদেহে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জনপ্রিয় এ গায়কের মরদেহে মালা দেন তার স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার কলকাতার রবীন্দ্র সদনে অল্প সময়ের মধ্যেই কেকে-কে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়। দুপুরে বাঁকুড়া থেকে ফিরে মমতা জানিয়েছিলেন, বাংলায় রবীন্দ্র সদনেই প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। তাই প্রয়াত গায়ক কেকের মরদেহও এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে।
এর আগে, বিমানবন্দরে কেকে-কে শ্রদ্ধাজ্ঞাপন করার কথা জানিয়েছিলেন মমতা। কিন্তু পরে তিনি জানান, তার সঙ্গে এ ব্যাপারে পরিবারের কথা হয়েছে। তাদের মুম্বাই ফেরার বিমানের সময় দেখেই শিল্পীর দেহ রবীন্দ্র সদনে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এসএসকেএমে ময়নাতদন্ত শেষ হলেই তাকে সেখান থেকে রবীন্দ্র সদনে নিয়ে আসা হবে। বিমানবন্দরে এই ঘোষণা করার পরই নিজেও রবীন্দ্র সদনে পৌঁছে যান মমতা। তাকে শিল্পীর জন্য রাখা ছবিতে নিজে হাতে ফুল দিয়ে সাজাতেও দেখা যায়।
পরে কেকে-র দেহ রবীন্দ্র সদনে আনা হলে শিল্পীর স্ত্রীর হাত ধরে সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রীকে। তার হাত ধরেই কান্নায় ভেঙে পড়েন জ্যোতি।
Leave a Reply