সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সরকারী খাস পুকুর খননকালে বিষ্ণসাদৃশ্য একটি প্রাচীণ মুর্তি উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (২৬মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রামানন্দখাজুরা ইউনিয়নের বেলতা গ্রাম থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।
মুর্তিটির দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি, প্রস্থ্য চওড়া ১৭ ইঞ্চি এবং এর ওজন ৫৯ কেজি ৭০০ গ্রাম।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, বেলতা গ্রামের সরকারী খাসপুকুরটি খনন করছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর এর নিয়োগ প্রাপ্ত একটি ঠিকাদারী প্রতিষ্ঠানন।
বৃহষ্পতিবার সকালে খননকালে মাটির নীচ থেকে মুর্তিটি উঠে আসে। পরে থানায় খবর দেয় স্থানীয়রা। বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থালে গিয়ে মুর্তিটি উদ্ধার করেন সিংড়া থানার এসআই সোহেল আহমেদ।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী বলেন, মুর্তিটি উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
Leave a Reply