সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাঃ শফিকুল আলম।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ১নং শুকাশ ইউনিয়নের দলনেতা মোঃ নুর আলম ২ নং ডাহিয়া ইউনিয়নের দলনেত্রী মোছাঃ সাথী খাতুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
বক্তারা আনসার ভিডিপির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এই বাহিনীর আরো সুযোগ সুবিধা বাড়ানো সহ বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান।
আলোচনা শেষে আনসার ভিডিপির ৩ সদস্যকে বাই সাইকেল এবং ২ সদস্যকে সেলাই মেশিন সহ প্রায় ২০০ শতাধিক সদস্যদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
Leave a Reply