1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

সিংড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির ৬ সদস্যের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৬ সদস্য পদত্যাগ করেছেন।

শনিবার (২২ মে) কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত পদত্যাগ পত্রটি জমা দেওয়া হয় এবং সেই সাথে এর একটি অনুলিপি কপি জমা দেওয়া হয় কমিটির সিনিয়র সহসভাপতি লতিফ মাহমুদের কাছে।

কমিটির পদত্যাগ পত্র সুত্রে জানাযায়, সিংড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং দীর্ঘ দিন ধরে কোন কার্যক্রম না থাকায় পুনঃরায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে কার্যকরী কমিটির এই ৬ সদস্য স্বস্ব পদ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগকারী কমিটির ৬ সদস্যরা হলেন, সিংড়া প্রেসক্লাবের সহসভাপতি সোহেল তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য শুভন আহমেদ সাদ্দাম।

এর আগে নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ এবং সাধারন সদস্যের পদ থেকেও অব্যাহতি চেয়ে সভাপতি বরাবর লিখিত আবেদন করেন কমিটির আরেক সিনিয়র সদস্য মোঃ আনোয়ার হোসেন আলীরাজ। এ নিয়ে সিংড়া প্রেসক্লাবের ১১ সদস্যের মধ্যে পদত্যাগকারীর সংখ্যা হলো ৭ জন।

পদত্যাগী সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মো রেজউল করিম রেজা বলেন আমরা সিংড়া প্রেসক্লাবের ১১ সদস্য কার্যকরী কমিটির মধ্যে ৭ (সাত) জন পদত্যাগ করায় সিংড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির আর কোন কার্যক্ষমতা থাকলো না।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহসভাপতি লতিফ মাহমুদ জানান, সবার সাথে আলোচনা করে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews