আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক ও ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মোহাম্মদ সাদেক(৩৫), মোঃ আবু সাঈদ(২৪), মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২৩), আমানুল্লাহ (২১), ফরহাদ হোসেন (২৫) ও নূরে—আলম(২৬)।
গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ূন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান গত ১২ই এপ্রিল কেরানীগঞ্জের আরশিনগর এলাকা থেকে দুটি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়া সংক্রান্ত মামলা হয়। সে মামলার তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ।
চুরি হওয়া মোটর সাইকেলের একটি জিপিএস ট্যাকার লাগানো থাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের মূল হোতা সাদেককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। চোর চক্রের সদস্যদের তথ্যমতে, তারা তিনটি ভাগে বিভক্ত হয়ে প্রথমে মোটরসাইকেল চুরি করে চাঁদপুরের শাহরাস্তি এলাকায় একটি গ্যারেজে নিয়ে জমা করত। পরে দ্বিতীয় গ্রুপ সেগুলো সম্পূর্ণ খুলে রঙ ও চেসিস নম্বর পরিবর্তন করে শেষে অপর গ্রুপটি তা কাস্টমস নিলামের মোটরসাইকেল বলে বিক্রি করত।
এ চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, দীর্ঘসময় অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আটটি মোটরসাইকেল ছাড়াও বেশ কিছু নম্বর প্লেট জব্দ করা হয়েছে। নম্বও প্লেটের বাইকগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করেছে বলে স্বীকার করেছে।
ওই মোটর সাইকেলসহ চক্রেরসাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মলনে এসময় আরও উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানা ওসি আবু ছালাম মিয়া।
Leave a Reply