1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

সড়কে প্রান গেল নয় জনের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার ও মটর সাইকেলের সংঘর্ষে দুই দম্পতিসহ ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত আরো ২৫ জন।

শ‌নিবার সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের সাবেক কমিশনার প্রফুল্ল কুমার সাহার ছেলে ডাঃ বাসুদেব সাহা, স্ত্রী শিবানী সাহা, ছেলে আহসানাউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ত্রিপল-ই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বপ্নীল সাহা ও প্রাইভেটকার চালক ঢাকার আদাবর থানার দোয়ারী এলাকার আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ আজিজ মিয়া।

কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা ও তার স্ত্রী রুমা বেগম, অনিক মিয়া, জেসমিন আক্তার এবং অজ্ঞাত এক ব্যক্তি।

এ ঘটনায় গুরুতর আহত কলি খানম, দিদার শরীফ, বদর মিয়া, সোবাহান, বায়েজীদ, আর্জু বেগম, কালাম মিয়া, মাহফুজ, কামরুল, ফারুক, মাসুম মোল্লা, হীরা, হাওয়া বেগম, হোসাইন, আঃ রহমান, জোহরা, ইসমোতারা, আলিফ, সিফাতকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews