অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করতে একটি গোষ্ঠী এখনো সক্রিয়। অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সক্রিয় এই গোষ্ঠীর অপশক্তি মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘শুভ বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো শুধু নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সকল ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করে। এগুলো ধর্মীয় উৎসব হলেও আমাদের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে।
এর পরে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বর্তমান সরকার নিশ্চিত করেছে বলেও জানান তথ্যমন্ত্রী।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল আলম বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান সব ধর্মেরই মূলমন্ত্র। সবাই তা মেনে ঠিকমত চললে দেশে শান্তি বাজায় থাকবে।
Leave a Reply