1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম হাসপাতালে ভর্তি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ঢাকা ২ আসনের এমপি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার সকালে তাঁকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল নয়। সকালে তাঁর অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাঁকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার কমে গেছে। তাঁর জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, কামরুল ইসলামের সুচিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট নয় চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews