Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সিংড়ার বিয়াশ মেলায় বৃষ্টির মধ্যেও দর্শনার্থীদের ভীড়, আজ শেষ দিন - বুড়িগঙ্গা টিভি সিংড়ার বিয়াশ মেলায় বৃষ্টির মধ্যেও দর্শনার্থীদের ভীড়, আজ শেষ দিন - বুড়িগঙ্গা টিভি
  1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই শহিদের মেয়ে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত বুড়িগঙ্গার তীর থেকে নারীর খন্ডিত হাত পা উদ্ধার সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জোটবদ্ধভাবে ইসলামিক দলগুলো ভোটের মাঠে লড়তে ঐকমত ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মিরপুর ১১ নম্বরের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড কাশ্মীরে হামলায় দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড, ইউএও’র বিরুদ্ধে নিন্দার ঝড় দেশের বাজারে কমলো স্বর্ণের দাম অবৈধ ডেন্টাল ক্লিনিকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান,দুই প্রতারক জনতার হাতে আটক

সিংড়ার বিয়াশ মেলায় বৃষ্টির মধ্যেও দর্শনার্থীদের ভীড়, আজ শেষ দিন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আজ বুধবার(১১মে) বউ মেলার মধ্য দিয়ে শেষ হচ্ছে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ শিবশংকরের মেলা।

গতকাল মঙ্গলবার ছিল মুল মেলা। সকাল থেকেই আকাশ মেঘাছন্ন ছিল। থেমে থেমে পড়েছে বৃষ্টি। বৈরী আবহাওয়া ছিল সারাদিনই। তার পরেও জমে উঠেছিল বিয়াশ মেলা। বৃষ্টি উপেক্ষা করে মানুষ মেলায় আসছিল। দর্শনার্থীদের ভীড় ছিল জমজমাট। বেচা কেনাও হয়েছে প্রচুর। এ বছরের মেলায় প্রচুর দেশি প্রজাতির বড় মাছ উঠেছিল। ৭ থেকে ৮ কেজি ওজনের বড় কাতল বিক্রয় হয়েছে ৪ থেকে সাড়ে ৪ শত টাকা কেজি। ৬ থেকে ৭ কেজি ওজনের ব্রিগেড মাছ বিক্রয় হয়েছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি। মেলার মিষ্টি বিক্রয় হয়েছে ১৬০ টাকা থেকে ১৮০ টাকা কেজি। ঝুরি ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং আগাম জাতের ১০০ টি লিচু বিক্রয় হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া খাসির মাংস সাড়ে ৮ শত টাকা, গরুর মাংস ৬ শত থেকে ৬ শত ২০ টাকা এবং মহিষের মাংস বিক্রয় হয়েছে ৬ শত ৫০ টাকা কেজি।
বৃষ্টির মধ্যে বিক্রি ভালো হলেও মেলায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলেছেন কেউ কেউ।
অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি জানতে চাইলে স্থানীয় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ ও ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন জানান, এ্যসিল্যান্ড অফিস থেকে চড়া মুল্যে এই মেলা ডাক হওয়ায় মেলায় আগত খুদে ব্যবসায়িকদের উপর অতিরিক্ত খাজনার এই প্রভাব পড়ছে। আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে আগামীতে চেষ্টা করবো যাতে মেলাটি স্থানীয়ভাবে ডাকা হয়।
প্রায় ৪ দশকের কাছা কাছি সময় ধরে বৈশাখের শেষ মঙ্গলবারে বিয়াশের এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ১ দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হলেও এ মেলার উৎসব হয় ৩ দিন ব্যাপী। গত ২ বছর মহামারী করোনায় বন্দ থাকা পর এবারের মেলা অনুষ্ঠিত হওয়ায় মেলাবাসীদের মধ্যে উৎসব উৎসব ভাব বিরাজ করছিল। অনেকেই মেয়ে জামাই বাড়িতে নিয়ে এই মেলার উৎসব পালন করেছে।
বিয়াশ গ্রামের সন্তান লেখক,কবি ও সাংবাদিক জুলহাজ কায়েম বলেন, আমাদের এই বিয়াশ মেলার নাম শিবশংকর হলেও মুলত এ মেলা সকল ধর্ম ও সকল শ্রেণি মানুষের প্রাণের উৎসব।
বিয়াশ গ্রাম ছাড়াও আশে পাশের ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষ প্রতি বছর জামাই ঝি নিয়ে এই মেলা উৎসব পালন করে।

গ্রামীণ লোকজ সংস্কৃতির এক বড় অংশ জুড়ে আছে গাঁও গ্রামের এসব মেলা। চলনবিলের অন্যতম কয়েকটি মেলার মধ্যে বিয়াশ একটি। বিয়াশের মেলা হোক সকল ধর্ম বর্ণ এবং সকল শ্রেণি মানুষের প্রাণের উৎসব এই প্রত্যাশা আমাদের সকলের।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews