দেশে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ফলে আজ সোমবার সকাল থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে, বইছে হালকা বাতাসও।
তবে বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ১০২০ কিলোমিটার দূরে রয়েছে।
Leave a Reply