ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ড্যান্স বারে কাজ দেওয়ার নামে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অনামিকা আক্তার কাকলী (২৩) নামের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ মাদ্রাসা গলি এলাকার আনোয়ার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গ্রেপ্তারকৃত নারীর স্বামী মোঃ রফিকুল ইসলাম (রানা)৩৪ মানব পাচারকারী চক্রের মূল হোতা এবং সে এই চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশ গমনইচ্ছু তরুণীদের বিনা টাকায় দুবাই পাঠিয়ে ভালো কাজ দেয়ার নামে বিদেশ পাঠিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করতো। এমনই ফাঁদে বিদেশে আটকে থাকা এক তরুনীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘ দুই বছর যাবৎ প্রায় ৪০ জন তরুণীকে দুবাইয়ে তার স্বামীর কাছে পাঠিয়েছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বা/প্রে- টিটু আহমেদ
Leave a Reply