ঢাকার কেরানীগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই শাহিনকে না পেয়ে বড় ভাই রুবেল(২৮)নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তাকে বাঁচাতে শাহিনের বন্ধু মোবারক(২৭) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতে গুরূতর আহত করা হয়।
রবিবার দিবাগত রাত একটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্ধ ডাকপাড়া এলাকার আবুল সর্দারের গলিতে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের খালেক মিয়ার পূত্র নিহত রুবেল পেশায় একজন অটোরিকশা চালক। সে অন্তঃসত্ত¡া স্ত্রী ও এক কন্যা সন্তানসহ আবুল সর্দারের গলির ঝর্ণার বাড়িতে ভাড়া থাকতো।
নিহত রুবেলের সাথে একই বাড়ির ভাড়াটিয়া আহত মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বাগবাড়ি গ্রাামের জামাল মিয়ার পুত্র মোবারক জানান, বাপ্পির নেতৃত্বে জীবন, ইমন, রাজিবসহ বেশ কয়েকজন কিশোর গ্যাং এর সদস্য বাড়ির গলিতে এসে শাহীনকে খোঁজ করতে থাকে। এসময় তারা শাহীনকে না পেয়ে তার বড় ভাই রুবেল কে ছুরিকাঘাত করলে তার চিৎকারে দৌড়ে আমি তাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা আমার হাতে ছুরিকাঘাত ও মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমি বেহুশ হয়ে পড়ি। শেষে আমার আত্মীয়রা এসে আমাকে ও রুবেলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ১৮টি সেলাই লেগেছে এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রুবেলের মৃত্যু হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছুরিকাঘাতের পর আহতদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply