1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার(২৬ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত ওই তালিকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হয়েছেন মো. গিয়াস উদ্দিন সোহাগ । তার সঙ্গে রেজাউল করিম রিপন, রায়হান মিয়া ও অন্তর আহমেদসহ ৪৪ জনকে সহসভাপতি করা হয়।
দক্ষিণে সাধারণ সম্পাদক করা হয়েছে এহসান আরাফ অনিককে । তার সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন।
সিফাত হোসেনসহ ১১ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয় ।

প্রচার সম্পাদক মো হাসান সঙ্গে উপপ্রচার সম্পাদক রয়েছেন আরও তিনজন।

দফতর সম্পাদক শফিকুল ইসলাম সাইফের সঙ্গে উপদফতর সম্পাদক রয়েছেন আরও দুইজন।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন অজিত সরকার টিপু। তার সঙ্গে উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রয়েছেন দুইজন।

শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কামরুল হাসান জিয়নের সঙ্গে উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক রয়েছেন দুইজন।

সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া সঙ্গে উপসাংস্কৃতিক সম্পাদক রয়েছেন দুইজন।

সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মোড়ল সঙ্গে উপসমাজসেবা সম্পাদক রয়েছেন দুইজন।

ক্রীড়া সম্পাদক হয়েছেন ইমন হোসেন। তার সঙ্গে উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আরও দুইজন।

পাঠাগার সম্পাদক মোঃ রাসেলের সঙ্গে উপপাঠাগার সম্পাদক পদে রয়েছেন আরও দুইজন।

তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন সাজ্জাদ মাহমুদ । তার সঙ্গে উপতথ্য ও গবেষণা সম্পাদক রয়েছেন আর দুইজন।

ছাত্রীবিষয়ক সম্পাদক নিশাত স্বর্না তার সঙ্গে উপছাত্রীবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাদিয়া খন্দকার ।

অর্থ সম্পাদক হয়েছেন সোলাইমান আহমেদ রবিন। তার সঙ্গে উপঅর্থ সম্পাদক রয়েছেন দুইজন।

আইন সম্পাদক পারভেজ মোশারফ চৌধুরীর সঙ্গে উপআইন সম্পাদক পদে রয়েছেন আরও দুইজন।

পরিবেশ সম্পাদক সাইফুল বারী শান্ত এর সঙ্গে উপপরিবেশ সম্পাদক রয়েছেন আরও দুইজন।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন পারভেজ মোশারফ। তার সঙ্গে উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন দুইজন।

ধর্মবিষয়ক সম্পাদক আহমেদ শাকিলের সঙ্গে উপধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন দুইজন।

গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান সাগর সঙ্গে গণশিক্ষাবিষয়ক সম্পাদক রয়েছেন দুইজন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন তালহার উদ্দিন । তার সঙ্গে উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রয়েছেন লিখন।

সাহিত্যবিষয়ক সম্পাদক মোমেন খান তার সঙ্গে উপসাহিত্যবিষয়ক সম্পাদক পদে রয়েছেন আরও দুইজন।

গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক হয়েছেন শরীফুল ইসলাম । তার সঙ্গে উপগণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক রয়েছেন দুইজন।

মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক জাকির হোসেন জীবন সঙ্গে উপমানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে রয়েছেন আরও দুইজন।

আপ্যায়ন সম্পাদক হয়েছেন মোঃআরেফিন। তার সঙ্গে উপআপ্যায়ন সম্পাদক হয়েছেন দুইজন।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হয়েছেন সোলেমান হোসেন । তার সঙ্গে উপমুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পদে রয়েছেন আরও দুইজন।

নাট্য ও বিতর্ক সম্পাদক হয়েছেন ফাহিম ফারুকী মিশু। তার সঙ্গে উপনাট্য ও বিতর্ক সম্পাদক পদে রয়েছেন রাজীব হোসেন।

এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে ৪২ জনকে সহসম্পাদক ও ৩৫ জনকে সদস্য করা হয়েছে।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মোমেন খান বলেন
এশিয়া মহাদেশের মধ্যে সর্ব বৃহৎ সংগঠন প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগ এর সাহিত্য বিষয়ক সম্পাদক করে আমাকে যে অর্পিত দায়িত্ব দেয়া হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখহাসিনার উন্নয়ন এর অগ্রযাত্রা কে আরো বেশি বেগবান করতে আন্দোলন সংগ্রামে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্বরণ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু (এমপি ঢাকা-৩)।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা শাহীন আহমেদ ও বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews