1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে ‘জাবেদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ কাঠালতলীবাসী’র প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
ছবিঃ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন তারানগর ইউনিয়নের কাঠালতলী গ্রামের বাসিন্দারা জাবেদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন গ্রামবাসী। সভায় বক্তব্য রাখেন তারানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: আব্দুল কাদির, ইঞ্জিনিয়ারন মোঃ সিরাজুল ইসলাম হক, তারানগর ৫নং ওয়ার্ড মেম্বার তানবিন আহমেদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম নান্নু, যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব, দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় গ্রামের শত শত নারী পুরুষ প্রতিবাদ সভায় অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, জাবেদ বাহিনীর অত্যাচারে গ্রামবাসীর শান্তি বিঘ্নিত হচ্ছে। গ্রামের সাদাসিধে মানুষের জমি দখল, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে নেয়া, চাঁদাবাজি, মাদক বিক্রির সঙ্গে বাহিনীর সদস্যরা জড়িত। বাহিনী প্রধান জাবেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গ্রামের একাধিক বাসিন্দা। তারানগর ইউয়িন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদিও বলেন, এই গ্রামের বাসিন্দারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। কিন্তু এই শান্তিতে বিঘœ ঘটছে জাবেদ বাহিনীর কর্মকান্ডে। ক্ষমতাসীন দল ও স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে সে প্রতিনিয়ত নানা অপকর্ম করেই যাচ্ছে। জাবেদ বাহিনীর হাত থেকে রক্ষায় আমরা স্থানীয় প্রশাসন ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews