বুধবার বিকেলে ঢাকা কলেজের ভিতরে ও বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় দোকানপাট। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলও বন্ধ থাকে। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। নিউমার্কেটের অবস্থা এখনো থমথমে রয়েছে।
যদিও দুপুরের পর থেকে নিউমার্কেটের দোকনগুলো খুুলতে শুরু করে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিউমার্কেট-ঢাকা কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তবে, সকাল থেকেই নীলক্ষেত-নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো।
এর আগে সকালে বদরুন্নেসা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে মিছিল করলেও কিছু সময় পর ফিরে যায়।
সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।
পুলিশের মধ্যস্থতায় দুপক্ষ পিছু হটলেও মঙ্গলবার আবারও উত্তপ্ত হয় পরিস্থিতি। লাঠিশোটা, রড ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
দুপুরে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সমঝোতার চেষ্টা করলে ঢাকা কলেজের শিক্ষকদেরও নাজেহাল করে ব্যবসায়ীরা।
ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাহিদ হোসেন নামে এক কুরিয়ার সার্ভিসকর্মী প্রাণ হারিয়েছেন। তিনি মঙ্গলবার বাসা থেকে বের হয়ে ওই এলাকায় এসে সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে আহত হন।
মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি। এ ছাড়া আরও একজন আইসিইউতে রয়েছেন।
Leave a Reply