1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ঢাকা কলেজের সংঘর্ষ বাধার জন্য  ফেসবুককে দায়ীঃ দিপুমনি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ঢাকা কলেজের সংঘর্ষ বাধার জন্য  ফেসবুককে দায়ী করলেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, একইসঙ্গে ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও আগে ভূমিকা পালন করলে ঘটনা এতোটুকু গড়াত না।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

পবিত্র রমজান চলছে জানিয়ে এমন পরিস্থিতিতে দুই পক্ষকে আরও সহনশীল ও ধৈর্য ধরার আহ্বান জানান ডা. দীপু মনি। একইসঙ্গে আজ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

এ সময় ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, এ ঘটনায় তিনি এবং তার মন্ত্রণালয় মনিটরিং করছে।

এর আগে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তবে এটি কোনো অবস্থায় সফল হবে না।

তিনি আরও বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না। তখন আবারও নতুন নতুন পথ তৈরি করছে। এতে সজাগ রয়েছেন দেশের মানুষ এবং শিক্ষক সমাজও।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এ সরকারের আমলে কেউ সফল হওয়ার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews