1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে আইটি হাই -টেক পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে আইটি হাই -টেক পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ(মঙ্গলবার) সকালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভারতের অর্থায়নে দেশের ১২টি জেলায় হাই – টেক পার্ক স্থাপন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন,ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি। চলতি বছরে কেরানীগঞ্জের মাটির নীচ দিয়ে বিদ্যুৎ এর তার নেওয়ার কাজ শুরু হবে বলে জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয় কেরানীগঞ্জে হাই-টেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় পনের জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের অত্যন্ত উন্নত সম্পর্ক আরো দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন  সহ আরো অনেক। এর আগে অতিথিরা গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

One response to “কেরানীগঞ্জে আইটি হাই -টেক পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন”

  1. triegralt says:

    pertussis, whereas it is now clear that antibody response to pertactin also occurs following other Bordetella infections, so that isolated increases in titers of antibody against pertactin are not specific for B how long will viagra last This occurred in 253 44 of our patients and was associated with a prognosis similar to that of the patients with no WRF and no congestion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews