মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনুষ্ঠানে সকলের বক্তব্য মনযোগসহকারে শ্রবন করেন।
শেষে মুজিববর্ষে কেরানীগঞ্জ মডেল থানায় বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য হেল্প ডেস্ক এর নাম ফলক উন্মোচন করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির,এছাড়া উপজেলার রুহিতপুরে দেড় শতাংশ জমির উপর একটি প্রতিবন্ধি গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের মালিককে জায়গার দলিল তুলে দেন মডেল থানা ওসি আবু ছালাম মিয়া।
এসময় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য হেল্প ডেস্ক এর সেবা প্রদানকারি কর্মকর্তা আমেনা বেগম ও মডেল থানা পরিদর্শক তদন্ত (ওসি) রমজান মিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply