1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

টিপকাণ্ডে অভিযোগের সত্যতা মিলেছে পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
ছবিঃ সংগৃহীত

টিপকাণ্ডে তেজগাঁও কলেজের শিক্ষিকাকে হেনস্তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে  পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, ‘তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে সে ঘটনার সত্যতা স্বীকার করেনি, টিপ নিয়েও কোনও মন্তব্য করেননি তদন্ত কমিটির কাছে’। ডিএমপি কমিশনার আরো বলেন, ‘তবে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তদন্ত কমিটির প্রতিবেদন দিয়েছে শিক্ষিকার সঙ্গে উচ্চবাচ্য হয়েছে। তার আচরণ দেখে মনে হয়েছে আপত্তিকর কোনও কিছু বলে থাকতে পারে।

এর আগে গত ২ এপ্রিল (শনিবার) সকালে রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে কপালে টিপ পরায় পুলিশ সদস্যে লাঞ্চনার শিকার হন তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক ছিল। এই ঘটনার প্রতিবাদ জানালে ওই পুলিশ সদস্য তার পায়ের ওপর দিয়েই মোটরসাইকেল তুলে দেন। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকা।

এদিকে, টিপ কাণ্ড নিয়ে ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক শনাক্ত করে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনার তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে পুলিশ প্রটেকশন বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং তেজগাঁও বিভাগের একজন সহকারী কমিশনারকে (এসি) রাখা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, কনস্টেবল নাজমুল তারেকের জন্ম ১৯৯১ সালে। এসএসসি পাসের পর তিনি ২০১১ সালে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। নাজমুল তারেকের চাকরী জীবনের এই ১১ বছরে তিনবার বাহিনী থেকে দণ্ডিত হয়েছিলেন।

এর মধ্যে দুইবার গুরুদণ্ড ও একবার লঘুদণ্ড পেয়েছিলেন কনস্টেবল মো. নাজমুল তারেক। আগে ঢাকার বাইরে তার পোস্টিং ছিলো। গত ৮ মাস ধরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত রয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews