1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

যারা কারসাজি করে পণ্যের দাম বাড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবেঃ রাষ্ট্রপতি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন কারসাজি করে নিত্যপণ্য দাম যাতে কেউ বাড়াতে না পারে সেজন্য সরকারকে আগাম পরিকল্পনা করতে হবে । জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রমজান-উৎসবে দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ান, তবে অন্য দেশগুলোতে তা কমানো হয়।
বিশ্ববাজারে দেশের পণ্য বাজারজাত করা, চাহিদা অনুযায়ী মান ঠিক রেখে পণ্য তৈরি ও বহুমুখিকরণসহ নানা বিষয়ে অবদানের জন্য ২০১৭-২০১৮ অর্থ বছরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতেই এ আয়োজন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি বলেন, উৎসব এলেই যারা কারসাজি করে পণ্যের দাম বাড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশপাশি সম্মান জানাতে হবে বহুমুখি পণ্য তৈরি করে যারা বিশ্ববাজারে দেশের পণ্য তুলে ধরছেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনাদের (ব্যবসায়ীদের) অবশ্যই সতর্ক থাকতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে যাতে কিছু অসাধু লোকের জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ না হয়।
তিনি বলেন, একটি মুক্ত বাজার অর্থনীতিতে, সরবরাহ এবং চাহিদার অবস্থা বিবেচনা করে পণ্যের দাম নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের এখানে চাহিদা ও সরবরাহের সমন্বয়হীনতা নয় বরং কারসাজি করে পণ্যের দাম বাড়ানো হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।

অন্য দেশের উদাহরণ টেনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রমজান ও ঈদসহ বিভিন্ন উৎসবের আগমনে দেখা যায় কোনো কোনো পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। কিন্তু বিশ্বের অনেক দেশেই সাধারণত জাতীয়, ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে পণ্যের দাম কমে যায়।

উৎসবকে পুঁজি ফায়দা লুটার বিষয়ে তিনি বলেন, এখানে কোনো উৎসব এলেই দেখা যায়, উৎসবকে পুঁজি করে কীভাবে জনগণের পকেট কাটা যায়, তা দেখার অপেক্ষায় থাকে ক্ষুদ্র ও দানব ব্যবসায়ীদের একটি অংশ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে রাজধানীর রেডিসন ব্লু-র ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, করোনার কারণে রপ্তানিতে ব্যাঘাত ঘটলেও চলতি বছরে ৫১ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা পূরণ হবে। তাই সব খাতেই পণ্যের বহুমুখী করায় জোর দেন তিনি।

২৯ খাতের ৬৫টি প্রতিষ্ঠান পেয়েছে জাতীয় রপ্তানি ট্রফি। এর মধ্যে ২৭ প্রতিষ্ঠানকে স্বর্ণ, ২৩টিকে রৌপ্য ও ১৫টিকে ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ রপ্তানি করায় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews