ঢাকার কেরানীগঞ্জে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে উপজেলার আব্দুল্লাহপুর বাজারে অভিযান চালিয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও ওজনে কম দেয়াসহ অন্যান্য অপরাধের জন্য জরিমানা করা হয়।
এসময় পাঁচ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করেন ও বাকিদের সাবধান করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা অনুযায়ী পন্য সামগ্রী বিক্রি করতে বলা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তায় করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান জানান,জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply