অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপের ইতালিতে পাড়ি দেয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে ৯০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টর উইদাউট বর্ডারস জানিয়েছে, আলজেরিয়ার একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকার মাত্র চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে।
উদ্ধারকৃত চারজন প্রায় একশ লোকের সঙ্গে একটি নৌকায় কমপক্ষে চারদিন সমুদ্রে ভাসছিল বলে জানানো হয়েছে। টুইট বার্তায় জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্দি এক টুইটবার্তায় ইউরোপের দেশগুলোর প্রতি সাগরে ভাসা এসব শরণার্থীদের আশ্রয় দিতে মানবিক আবেদন জানিয়েছেন।
ইউক্রেনের ৪০ লাখ মানুষকে আশ্রয় দিয়ে যে উদারতা ইউরোপ দেখিয়েছে, সেই সহানুভূতির কিছুটা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা শরণার্থীদের প্রতি দেখানোর আহ্বান জানান তিনি। জাতিসংঘ সূত্রে জানা যায়, প্রতিবছর ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মারা যান।
মূলত লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়ে থাকেন এই অভিবাসনপ্রত্যাশীরা। এটাই এখন হয়ে উঠেছে অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রধান রুট।
Leave a Reply