1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

রমজান মাসে যেভাবে চলবে শিক্ষা প্রতিষ্ঠান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এক শিফটের স্কুলে সকাল সাড়ে নয়টা থেকে ১টা পর্যন্ত ক্লাস চলবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চিশক্ষা অধিদপ্তর ক্লাসের এই নতুন রুটিন ঠিক করেছে।

যেসব স্কুলে দুই শিফট রয়েছে, সেখানে প্রথম শিফট সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলবে ১১টা ১০ মিনিট পর্যন্ত এবং দিবা শাখার ক্লাস চলবে বেলা সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।

সেই সঙ্গে মাধ্যমিকে ২৪ রমজান পর্যন্ত ক্লাস নেয়ার যে সিদ্ধান্ত রয়েছে সেখানেও কিছুটা পরিবর্তন আনা হবে।

শিক্ষামন্ত্রী বলেছেন, ২৪ রমজানের কিছুদিন আগেই ক্লাস শেষ করা যায় কি-না পরিকল্পনা করা হচ্ছে। করোনার ক্ষতি পোষাতে রমজানে ক্লাস নিতে হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

দীর্ঘ ২ বছর পর গেলো ১৫ মার্চ থেকে সশরীরে পুরোদমে মাধ্যমিকে ক্লাস শুরু হয়েছে।

রমজান মাসে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, সেটি পুষিয়ে নিতে প্রথমে ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews