কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে শাহীন আহমেদ কে সভাপতি ও মুজাহিদুল ইসলাম মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ।
বুধবার বিকালে উপজেলার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিটির ঘোষণা দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।
মুজাহিদ ইসলাম মামুনের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, পাকিস্তান এখন বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশে জিডিপিতে অনেক এগিয়ে আছে।
এসময় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৩ সালে গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপিকে উদেশ্য করে বলেন, যারা অতিতে মানুষ পুড়িয়ে মেরেছে সাধারন মানুষ তাদের সাথে নাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মির্জা আজম বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর হিসাবে কাজ করতেন এজন্য যুদ্ধকালীন সময় জিয়াউর রহমানকে দুইবার অব্যহতি দেওয়া হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মজিবুর রহমান সাংস্কৃতিক সম্পাদক আশরারুল হাসান আশুসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply