বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশের শতভাগ বিদ্যুতায়নে প্রশংসার একমাত্র দাবীদার বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ। একসময় ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ থাকতনা। এখন সারা দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুফল পাচ্ছে। বিদ্যুতের ব্যবহারে দেশ এগিয়ে যাচ্ছে। একারণে সরকার স্বাধীনতা পুরস্কার বিদ্যুৎ বিভাগকে দিয়েছেন।
শুক্রবার সকাল ১১ টায় ঢাকার কেরানীগঞ্জে এলজিইডি এর অর্থায়নে নির্মান করা নয়া শুভাঢ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গুলজারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু’টি নতুন ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রাইমারী স্কুল,হাইস্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় সমুহে নতুন ভবন তৈরী করে দিয়েছেন। শুধু ভবন নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ তৈরী করে দিয়েছেন। ইতোমধ্যেই কেরানীগঞ্জের কয়েকটি মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে তৈরী করা হয়েছে। সেখানে নিয়মিত খেলাধুলা হচ্ছে।
শেষে নয়া শুভাঢ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে বঙ্গবন্ধু কর্নার,মুক্তিযুদ্ধ কর্নার ও শেখ রাসেল কর্নার পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, সার্কেল ও সহকারী কমিশনার ভূমি (দক্ষিণ) আবু রিয়াদ, উপজেলা ইঞ্জিনিয়ার কাজী মাহামুদুল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের,জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান সাকের হোসেন সাকু, জিনজিরা ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি হাজী মোস্তাক, সাধারণ সম্পাদক আজাদ উল্লাহ প্রমুখ ।
Leave a Reply