1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে গ্যাস লাইনের লিংকেজ থেকে অগ্নিদগ্ধ ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভবনের গ্যাস লাইনের লিংকেজ থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছে পাঞ্জাবি কারখানার মালিক শুক্কুর বেপারী(২৮) নামের এক যুবক । পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে । এতে তার শরীরের ৭৭ শতাংশ পুড়ে গেছে বলে জানায় তার বাবা মোস্তফা বেপারী।
শনিবার ভোররাত পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গুদারাঘাট নামাপাড়া এলাকার নুরু মেম্বারের মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৬ তলা ভবনের ৪ তলায় শুক্কুর বেপারীর পাঞ্জাবীর কারখানা। এর পূর্বে কারখানার ওই রুমে রান্নাঘরে কাজ করা হত। ঈদের জন্য ভবন মালিক পাঞ্জাবি কারখানা ভাড়া দেয়। শবে বরাতের রাতে ফজরের নামাজ শেষে কারখানায় গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় মশার কয়েলে আগুন জ্বালাতে গেলে হঠাৎই বিস্ফোরণ ঘটে শুক্কুর বেপারী দগ্ধ হয়। এসময় কারখানায় থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পাশের কারখানার এক কর্মচারী বলেন, কারখানার ভবন মালিক নুরু মেম্বরকে একাধিকবার গ্যাস লাইনটি সরিয়ে নিতে বললেও সেদিকে কর্নপাত করেনি। আজ তার গাফেলতির জন্য শুক্কুর ভাইয়ের কারখানা ও নিজে পুড়ে সব শেষ হয়ে গেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews