1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ থেকে পুলিশ ও ডিবি’র পোশাকে স্বর্ণের বার ছিনতাইকালে আটক ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ ও ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশের পোশাক পরিহিত সোহেল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত এবং অপর ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত দেওয়ান রুবেল ডিবি পুলিশের গাড়ি চালক বলে নিজেদের পরিচয় প্রদান করে।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর গুদারাঘাট এলাকায় শুক্রবার সকাল ৯টায় খাজা সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার ও তাদের ব্যবহৃত ডিবি পুলিশ স্টীকার সম¦লিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫-১৮১০) জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও পলাশ হালদার নামের দুই সহদর এগারটি স্বর্ণের বার নিয়ে রাজধানীর তাতিবাজার যাওয়ার সময় তাদেরকে কয়েকজন মিলে পুলিশ পরিচয় স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সঙ্ঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয় জনতা পুলিশের পোশাক পরিহিত দুই জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণেরবার ছিনতাই কালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুই ছিনতাইকারীকে আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১১ টি স্বর্ণেরবারসহ দুজনকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। তারা ডিএমপিতে কর্মরত। এঘটনায় থানায় মামলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews