জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০২তম জন্মদিনে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১ টার দিকে শ্রদ্ধা জানান তারা। অংশ নেন মোনাজাতে। এর আগে ধানমন্ডিতে জাতির পিতার প্রকৃতিতেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জড়োহন দল ও প্রশাসনের সকল শীর্ষ ব্যক্তিরা। এলাকাজুড়ে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষপর পৌছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে একত্রে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় দোয়া মোনাজাত করা হয়।
শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেনে স্পিকার, মন্ত্রীপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, দলীয় শীর্ষ নেতারাও।
পরে সমাধি ক্ষেত্রের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমাধিস্থল ত্যাগ করার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাজানান নেতারা।
এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী সেখানে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
Leave a Reply