1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

দেয়াল ভেঙ্গে নিহত ১ চাপা পড়ে আছে ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
ছবিঃসংগৃহীত

রাজশাহী মহানগরীতে দেয়াল চাপা (ধসে) পড়ে রিয়াজুল নামে একজন নিহত হয়েছেন। এছাড়া দেয়ালের নিচে চাপা পড়ে আছে আরও কয়েকজন।  তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেন। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

শরিবার (১২ মার্চ) বেলা তিনটার দিকে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এসময় পাশের সীমানাপ্রাচীর উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক হতাহত হন।

এবিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ওই এলাকায় দেয়াল ধসে ৯ জন চাপা পড়েছেন এমন খবরে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

এসময় সেখান থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়  একজন মারা যান। দেয়াল চাপা পড়া আরও চারজনকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews