1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

দুমকিতে সড়কে নিহত ২ আহত ৫

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
প্রতিকি ছবি

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর দুমকির (লেবুখালী- বাউফল) মহাসড়কে পিক-আপ ও ২ টি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বায়জিদ ও হীরা। এতে আহতরা হলেন, হাবিবুর রহমান, মানিক সহ আরও অজ্ঞাত ২ জন।

শনিবার (১২’মার্চ)  বেলা  সাড়ে ১১টার দিকে উপজেলার বোর্ড বাজার এলাকায় দুমকি বগা মহাসড়কের মুরাদিয়া ইউনিয়নের মুরাদিয়ার বশিরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে  পিকআপ ও দুটি মোটর সাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, গ্যাস সরবরাহকারী ১ টি  পিক-আপের সঙ্গে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে  প্রথমে বায়জিদ ও বরিশাল নেয়ার পথে হাবিবুর রহমান সহ দুই জন নিহত হয়। বাকি আহতদের অবস্থা আশংকাজনক বলে জানান স্থানীয় লোকজন।

এ বিষয়ে জানতে দুমকি থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, ঘটনাটি আমি জানতে পেরেছি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিতদের উদ্ধার শেষে তথ্য সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews