চলতি মাসের ১৫ তারিখ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান স্বাভাবিক হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।
আজ সকালে রাজধানীর টিকাটুলি এলাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের লীলা নাগ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন আগামী দিনের নতুন শিক্ষাক্রম যখন বাস্তবায়িত হবে, তখন শিক্ষার্থীদের পরীক্ষার সংখ্যা কমে যাবে তবে প্রতিদিনের ক্লাস প্রতিদিন মূল্যায়ন করা হবে।
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন
শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভণিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা -৬ আসনের সাংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, অতিরিক্ত ডিআইজি গাজী মোঃ মোজাম্মেল হকসহ আরো অনেক।
Leave a Reply