1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে বেশী নিষেধাজ্ঞায় রাশিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালানোর পর থেকে বিশ্বজুড়ে দেশটির বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সামরিক অথবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়ার হিড়িক পড়েছে। আর এরই ধারাবাহিকতায় এখন ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে পুতিনের দেশ রাশিয়া।

বিবিসিতে প্রকাশিত এক প্রতিবদন অনুযায়ী, নিষেধাজ্ঞা পর্যবেক্ষক ওয়েবসাইট ক্যাস্টেলুম ডট এআই এর তথ্য অনুযায়ী ২২শে ফেব্রুয়ারির আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে ২,৭৫৪ টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আর ২৪শে ফেব্রুয়ারি হামলার পরে রাশিয়ার বিরুদ্ধে আরো ২,৭৭৮ টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৩২টি।

এর ফলে ইরানকেও ছাড়িয়ে গেছে রাশিয়া। ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত ৩,৬১৬টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

রাশিয়াকে দেয়া এসব নিষেধাজ্ঞার প্রায় ২১ শতাংশ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে বাকি ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে।

ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য করার জন্য এরপর বিশ্বের অন্য অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

(খবর বিবিসি)

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews