ডেস্ক নিউজঃ রাজনৈতিক কোনো চাপে নেই নতুন নির্বাচন কমিশন । নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
১মার্চ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের সফলতার বিষয়টি ভবিষ্যতে বলা যাবে। সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।
এর আগে, নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন ইসি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার শপথ গ্রহণের পর সোমবার দায়িত্ব নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ৪ নির্বাচন কমিশনার।
অন্য চার নির্বাচন কমিশনারের মধ্যে আছেন মো. আলমগীর। তিনি সবশেষ দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব হিসেবে। আরেক কমিশনার আনিছুর রহমান অবসরের আগে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
আরেকজন কমিশনার আহসান হাবীব খান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। আর বেগম রাশিদা সুলতানা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।
নূরুল হুদা কমিশনের স্থলাভিষিক্ত হয়েছে নতুন এই কমিশন।
Leave a Reply