1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে ১২টি গনটিকা কেন্দ্রে ২৪ হাজার টিকা প্রদান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে স্থাপিত ১২টি গনটিকা কেন্দ্রে ২৪ হাজার টিকা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্র থেকে ১৫ হাজার টিকা দেয়া হয়।
গনটিকা কেন্দ্রগুলো ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার প্রথম ডোজ টিকা প্রত্যাশীদের উপড়ে পড়া ভিড় দেখা যায়। বরাদ্ধের তুলনায় টিকা প্রত্যাশী ছিলেন কয়েকগুন বেশি।
জানা গেছে, চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে অতিরিক্ত মানুষের হুড়োহুড়িতে পড়ে পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন। কেন্দ্রে ও কেন্দ্রের সামনে সৃষ্ট জটলা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এসময় ভিড় সামাল দিতে পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। তবে টিকা না পেয়ে ফিরে গেছেন হাজারো মানুষ। শনিবার কেরানীগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছিল হয়তো আজকে (২৬ ফেব্রুয়ারী) টিকা প্রথম ডোজ প্রদান কার্যক্রম শেষ হয়ে যাবে। একারনে টিকা কেন্দ্রগুলোতে মানুষের অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। তিনি বলেন, প্রথম ডোজ বন্ধ হবে না। টিকা দিতে ইচ্ছুক একজন মানুষ থাকলেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার দুপুরে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্র থেকে শুরু হয়ে হাজার হাজার নারী পুরুষের দুই লাইন ছাড়িয়ে দেড় দুই কিলোমিটার। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও রয়েছে হাজারো মানুষের ভিড়। একই অবস্থা দেখা গেছে আগানগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে। এছাড়া কালীন্দি ইউনিয়ন গন টিকা কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মত। আগানগর এলাকার বাসিন্দা রওশন আরা (৬৫) বলেন, সারাদিন লাইনে দাড়িয়েও টিকা পাইনি। তাই বাধ্য হয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। এভাবে সারাদিন দাড়িয়ে থাকতে থাকতে অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও বয়োবৃদ্ধ লোকজনের কষ্ট হচ্ছে বেশি। শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমাদের এই কেন্দ্রে বরাদ্ধ দেয়া হয়েছে ২ হাজার টিকা। কিন্তু টিকা প্রত্যাশী অনেক গুন বেশি। যার কারনে অনেকেই টিকা পাননি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মশিউর রহমান জানান, গনটিকা কার্যক্রমের শুরুতে সামান্য ঝামেলা হলেও সুন্দরভাবে গনটিকা কার্যক্রম শেষ হয়েছে। তবে যে বিভ্রান্তি ছিল সেটা ঠিক না। প্রথম ডোজ প্রদান কার্যক্রম চলমান থাকবে। যারা আজকে টিকা পায়নি, তারাও টিকা পাবে। আগামি রবি ও সোমবার এ টিকা কার্যক্রম চলমান থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews