অবশেষে নতুন নির্বাচন কমিশন আইন অনুযায়ী গঠন হচ্ছে নির্বাচন কমিশন। আর এই কমিশনের নেতৃত্বে থাকছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল নতুন সিইসি ও কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি।
এ বিষয়ে শনিবার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের এই প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার নিয়োগ দেন।
বাকি চার নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
সিইসির দায়িত্ব নিয়ে প্রজ্ঞাপন জারির পর কাজী হাবিবুল আউয়াল বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা এককভাবে নির্বাচন কমিশন পূরণ করতে পারবে না, সব স্টেক হোল্ডার যদি সমানভাবে সহায়তা করে এবং সব রাজনৈতিক দলগুলোকে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে তবেই নির্বাচন কমিশন সফল হতে পারবে; নয়তো আমি সন্ধিহান নির্বাচন সফলভাবে করার ক্ষেত্রে
এর আগে সিইসি ও চার নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর যেদিন প্রথম চেয়ারে বসেন, সেদিন থেকে পরবর্তী পাঁচ বছর তাদের দায়িত্বকাল। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার কমিশন বিদায় নিলে দ্বিতীয়বারের মতো পুরো কমিশন ফাঁকা হয়ে পড়ে।
কাজী হাবিবুল আউয়াল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দক্ষতার সঙ্গে ধর্ম, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন।
তাকে প্রথমে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যোগ দেননি। পরে ধর্ম মন্ত্রণালয়ের যোগ দেন। ২০১৬ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান।
Leave a Reply