1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

জেল জুলুম সহ্য করার ক্ষমতা নেই বলে বিএনপি বিরোধী দলে থাকার যোগ্যতা হারিয়েছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

জেল জুলুম সহ্য করার ক্ষমতা নেই বলে বিএনপি বিরোধী দলে থাকার যোগ্যতা হারিয়েছে। এছাড়া গত নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য না করলে সংসদে একটা সম্মানজনক অবস্থানে থাকত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ও ঢাকা-২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম।
গতকাল শুক্রবার বিকেলে শাক্তা ইউনিয়নের ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ বর্ধিত সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসূফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও আলতাফ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় তিনি আরো বলেন,ফখরুল ইসলাম আলমগীর কে ২০১৮ সালের নির্বাচনে পাশ করার পরও বিএনপি তাকে সংসদে যেতে দেয়নি। বিএনপি যদি নির্বাচনে জয় লাভ করে তাহলে কে হবে তাদের সংসদ নেতা তা নিয়ে জনগণের মাঝে সন্দেহ আছে। বিরোধী দলে থাকলে অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়। কিন্তু বিএনপি নেতাকর্মীদের জেল জুলুম সহ্য করার ক্ষমতা নেই।
তিনি আরও বলেন,বিএনপি নির্বাচনী সার্চ কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। আমি আশা করি আগামি নির্বাচনে অংশ নিয়ে তারা সে ভুল সংশোধন করবে।
কেরানীগঞ্জের ইউপি নির্বাচন সম্বন্ধে তিনি বলেন, হযরতপুর ইউনিয়নের নির্বাচন শেষে হওয়ার তিনমাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান পদের ফলাফল কোন এক অজানা কারণে আটকে আছে। এ নিয়ে কোনো পত্রপত্রিকা এখন পর্যন্ত ফলাও করে রিপোর্ট প্রকাশ করেনি। কি কারনে করা হয়নি তা সকলেরই জানা আছে।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহ¦ায়ক শফিউল আজম খান বারকু, সদস্য শাহাবুদ্দিন শাহা মো.শাহাদাত হোসেন, মডেল থানা যুবলীগের আহবায়ক মনির হোসেনসহ মডেল থানা আওয়াামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews