1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
প্রতিকি ছবি

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল আলম(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া বাপ্তা সড়কের বইড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম  উপজেলার কাওরাইদ ইউনিয়নের বইড়া গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে। সে মোটরসাইকেলে করে যাত্রী পরিবহনের কাজ করতো।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আশরাফুল আলম একটি মোটরসাইকেলে করে যাত্রী পরিবহন করতো। আজ দুপুরের পর বাড়ির উদ্দেশ্যে কাওরাইদ বাজার থেকে রওনা হয়। মোটরসাইকেলে অতিরিক্ত গতি থাকায় সে বাড়ির পাশের একটি ধানখেতে ছিটকে পড়ে যায়। এরপর স্বজনরা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রথমে বরমী বাজারে একটি হাসপাতালে ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর পুলিশে খবর দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

One response to “শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত”

  1. […] শিরোনাম : শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক… শ্রীপুরে ফলের গুদাম আগুনে পুড়ে ছাই […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews