কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন ও প্রস্তাবিত কাজের পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
আজ ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৭ টায় শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিতআশ্রায়ন প্রকল্প পরিদর্শন, শুভাঢ্যা ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। পরে নির্মাণাধীন জেলা প্রশাসক শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থান পরিদর্শন, দুপুর ২.৩০ টায় ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমের চাষাবাদ ব্লক (শাক্তা ইউনিয়ন অগ্রখোলা মাঠ) পরিদর্শন। এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে রোহিতপুর ইউনিয়নের মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা জেলা প্রশাসকের প্রধান অতিথি হিসেবে অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ প্রভৃতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম নতুন সোনা কান্দা আশ্রয়ন পরিদর্শন করেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন। এসময় গরীব অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি,কেরানীগঞ্জ দক্ষিন রাজস্ব সহকারী কমিশনার আবু রিয়াদ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা অন্যান্য কর্মকর্তারা জেলা প্রশাসকের সাথে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply