1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

শ্রীপুরের বরমীতে কৃষকের প্রান গেল অটোরিকশা চাপায় || Buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর ফসলের মাঠ থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী শ্রীপুর সংযোগ সড়কের শিমুলতলী এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত মোঃ খলিলুর রহমান (৪০) ইউনিয়নের নিহালিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

নিহত মোঃ খুলিলুর রহমানের বড় ভাই মনির হোসেন বলেন, বিকালে ধানখেত দেখতে ফেরার পথে শিমুলতলী এলাকায় অজ্ঞাত নামা একটি ব্যাটারী চালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ফেলে যায়। এরপর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুদেব চক্রবর্তী বলেন, মোঃ খলিলুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তাঁর মাথায় অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই অঙ্কুর কুমার ভট্টাচার্য বলেন, নিহত কৃষকের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের মামলা না করায় মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews