আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেরানীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
২১ফেব্রুয়ারী (রবিবার দিবাগত রাতে) রাত ১২ টা ১মিনিটে উপজেলা প্রাঙ্গনে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান।
এছাড়া বিদ্যুৎ জ্বালাণী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় কেরানীগঞ্জ প্রেসক্লাব, পুলিশ প্রশাসসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Leave a Reply