পূর্ব ইউক্রেইনে টানা দ্বিতীয় দিনের মত সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলা বিনিময় চলছে। যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা একে রাশিয়ার যুদ্ধ শুরু করার অজুহাত বলছে। অন্য দিকে মস্কো বলছে, ইউক্রেইন শান্তি প্রক্রিয়া লঙ্ঘন করছে।
শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘‘গত কয়েক দিনে পাওয়া খবর নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন- গতকাল এবং গতপরশু সেখানে গোলাগুলি অনেক বেড়েছে। সেখানে এমন অস্ত্র ব্যবহার করা হচ্ছে যেগুলো মিনস্ক চুক্তি অনুযায়ী ব্যবহার করা নিষেধ।” ওই দিনই ইউক্রেইনের সেনাবাহিনী মস্কোর অভিযোগ অস্বীকার করে বলে, তারা মিনস্ক শান্তি চুক্তি লঙ্ঘন করছে না। ‘‘বরং মস্কো তথ্য যুদ্ধ শুরু করেছে। তারা বলতে চাইছে, আমরা বেসামরিক নাগরিকদের উপর গোলা নিক্ষেপ করছি। এটা মিথ্যা অভিযোগ, যুদ্ধ উসকানির কৌশল হিসেবে মস্কো এটা করছে।” গত দুই দিনে পূর্ব ইউক্রেইনে উভয়পক্ষ যে পরিমাণ গোলা বর্ষণ করেছে তা সেখানে ২০১৫ সালে যুদ্ধ বিরতির পর সবচেয়ে তীব্র বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কুটনীতিক। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে এবারই এতটা গভীর সংকট তৈরি হয়েছে, যার মঞ্চ ইউরোপ। রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা বিষয়ক বেশ কিছু নিশ্চয়তা চাইছে, যার মধ্যে ইউক্রেইন কখনো নেটো সামরিক জোটে যোগ দিবে না, অন্যতম। অন্যদিকে নেটোর নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়াকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আস্থা নির্মাণের পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে।
(বিডি-নিউজ ও ইন্টারনেট)
Leave a Reply