১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্নার চলে যাওয়ার দিন। বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়ক পর্দায় যেমন ছিলেন প্রতিবাদী, বাইরেও তাই। আর তার ১৪তম মৃত্যুবার্ষিকীতে সে কথাই স্মরণ করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
চিত্রনায়ক মান্নাকে স্মরণ করে শাকিব ফেসবুকে লিখেছেন, ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনো হাল ছাড়েননি তিনি। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।’
muscle mass and strength loss was avoided buy fincar online review united states
achat levitra en belgique Type of surgery and added radiotherapy had no effect on anxiety and depression scores, as shown in Table 1 p