1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

নির্বাচনে জিতে প্রতিপক্ষকে হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ইউপি  নির্বাচনে বিজয় লাভ করার পর হেরে যাওয়া প্রতিপক্ষ প্রার্থীর অফিস ভাংচুর ও এলাকার সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে একালাবাসী।
গতকাল শনিবার বিকালে উপজেলার তারানগর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার বড়ৈকান্দি এলাকার বাসিন্দা হারুন এর বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়।
এসময় তিন শতাধিক নারী পুরুষ ঘন্টাব্যাপি রাস্তায় অবস্থান নেয়। তারা বিভিন্ন শ্লোগান সম¦লিত প্লাকাড হাতে নিয়ে মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে হারুন মেম্বারকে অবাঞ্চিত ঘোষণা করেন।
তারানগর ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, গত ১০ তারিখে নির্বাচনের পর ১১ তারিখ বিকালে হারুন ও তার লোকজন বিজয় মিছিল নিয়ে এলাকায় প্রবেশ করে আমার অফিস কার্যালয়ের সামনের কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অফিসে থাকা আসবাবপত্র ভাঙুর করে। এসময় এলাকাবাসী বাঁধা দিলে হারুন মেম্বর ও তার সাথে থাকা রুহুল আমিনের নেতৃত্বে তার লোকজন এলাকাবাসীর উপর চড়াও হয় ও বেধরক মারধর করে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। এসময় হারুন ও রুহুলের সন্ত্রাসী হামলার বিচার চেয়ে তারানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ ও তারানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন শাকিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews