ঢাকার কেরানীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ঢাকা জেলা দক্ষিণের আয়োজনে জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার এলাকায় একটি কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাজী মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান বক্তা ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন বলেন, সরকার করোনার খোড়া অজুহাতের কথা বলে শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা ছাত্রদেরকে বাড়ীতে রেখে করোনাকে ক্লাস করাচ্ছে।
বিশেষ অতিথির বক্তেব্য ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণে সভাপতি শাহাদাত হোসাইন বলেন, আজ ছাত্ররা ছাত্রদের হাতে নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আজ অবৈধ অস্ত্রের ঝনঝনানি, ঢাকা বিশ্ববিদ্যালয় আজ মিনি ক্যান্টমেন্টে পরিনত হয়েছে, ক্যাম্পাস দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ আজ দোয়ায়ে ইউনুস পড়ে। তাই ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণে সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ হানিফ মিয়া, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন,,ইসলামী শ্রমিক আন্দোলন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব শামীম খান,ইসলামী যুব আন্দোলন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মিরাজ হোসেন মঈনসহ প্রমুখ নেতৃবৃন্দ। ঢাকা জেলা দক্ষিণ ও পশ্চিমের পূর্বের কমিটি বিলুপ্ত ও একিভূত করে মুহাম্মাদ আল আমীন শাহাদাতকে সভাপতি, এস.এম ইব্রাহীম হোসাইনকে সহ-সভাপতি ও নুরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ঢাকা জেলা দক্ষিনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply