বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেরানীগঞ্জ শাখা সংসদ এর আহবায়ক কমিটির গঠন করা হয়েছে।
আহ্বায়ক প্রদীপ হালদার, যুগ্ম আহ্বায়ক মুকুল ও রিতু।
শনিবার একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেনের বাসভবনে লিচুতলায় কেরানীগঞ্জের শীল্পীমনা মানুষের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়, সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেরানীগঞ্জ শাখা সংসদ এর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট সংগঠন নাসিম হোসেন অপুর সঞ্চালনায়
লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক আবদুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান,আরো উপস্থিত ছিলেন মহানগর সংসদের মামুনুর রশীদ, সাজেদা বেগম সাজু,মিনহাজুল আবেদীন মৃদুল।
সভায় বিভিন্ন আলোচকদের আলোচনায় উঠে আসে, আমাদের সকলকে দেশ গডায় সেই অমিয় মন্ত্রে উদ্বুদ্ধ হতে হবে ” এ যুগের চারণ মোরা,মানুষের গান শুনিয়ে যাই, যেখানে মতের বিভেদ মিলনের মন্ত্র শোনাই”
পরে সর্বসম্মতি ক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়,নবগঠিত কমিটির আহবায়ক অধ্যাপক প্রদীপ কুমার হালদার,যুগ্ম আহবায়ক জামাল নাসের মুকুল, যুগ্ম আহ্বায়ক আসমা আক্তার রিতু,
সদস্যগন হলেন অধ্যাপক আব্দুল আজিজ, নাসিম হোসেন অপু, ডাঃ ইখতিয়ার আহম্মেদ শাওন, তৌহিদ জাহাঙ্গীর, কাজী মোঃ শাহীন,জাকির আহম্মেদ ( আগানগর), কবি হনিফ মোহাম্মদ, এ্যাড.মোঃ মুবিনুল হক, অধ্যাপক রজত কুমার সুর, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, প্রভাষক মোশাররফ হোসেন, প্রভাষক বিনয় কুমার,শিক্ষক আব্দুর রব শাহীন, প্রভাষক পিংকি কর্মকার,শিক্ষক অসিমা রানী, হামিদ খান,
মো রেজাউর রহমান, শেখ মোঃ রাজ্জাক, ফকির রাসেল শাহ্, মাসুদ রানা, নাদিয়া আক্তার, মারুফা আক্তার, শীলা, শিল্পী, তাসলিমা আক্তার খালেদা আক্তার ও ফাহমিদা দোলন ।।
কমিটি গঠন শেষে সভাপতির বক্তব্যে বলেন আমাদেরকে মাদকমুক্ত সমাজ,অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ বিনির্মান করতে হলে, মুক্ত চিন্তা ও সংস্কৃতি চর্চার বিকল্প নাই। উদীচী বরাবরই সেই কাজটি করে চলেছে, আশাকরি এই কমিটি কেরানীগঞ্জের সংস্কৃতি চর্চায়ও বলিষ্ঠ ভুমিকা রাখবে।।
Leave a Reply