ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ১০।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২৪ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার, প্রসাধানী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে এমএস সুচনা মেটাল ওয়ার্কশপকে দশ লক্ষ টাকা, নিহিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশনকে পঞ্চাশ হাজার টাকা, এমএস মেট্রো প্রোডাক্টকে দুই লক্ষ টাকা, মেহেদি কসমেটিক্সকে পাঁচ লক্ষ টাকা, নিউ কুসুম বেকারি এন্ড কসমেটিক্সকে দুই লক্ষ টাকা ও মাসুম বেকারিকে দুই লক্ষ করে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মোবাইল কোর্টে আনুমানিক দুই লক্ষ টাকা টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ ও দুই লক্ষ টাকা টাকা মূল্যের ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়।
Such great website
Amazing blog thanks for sharing today on this blog