কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য ও অপপ্রচার করার প্রতিবাদে নিন্দা জানিয়ে সভা করেছে উপজেলার তারানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধারা ।
২৩ জানুয়ারী রবিবার বিকালে তারানগর আটি ভাওয়াল এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় এ প্রতিবাদ সভা করা হয়।
জানা গেছে, কয়েকদিন পূর্বে তারানগর ইউনিয়নের এক ব্যক্তি মুক্তিযোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ মন্তব্য করেন। সেখানে ওই ব্যক্তি মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বলেন যে,মুক্তিযুদ্ধ চলাকালিন সময় বীর মুক্তিযোদ্ধারা তারানগর এলাকায় ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় না থাকায় তারা অনেক ঘটনা জানেননা বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেন। এতে মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয়ে নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় মুক্তিযোদ্ধারা বলেন, যাদের মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়নি তারা কিভাবে মুক্তিযুদ্ধ নিয়ে এমন বিরুপ মন্তব্য করে। যে বা যারা এমন কথা বলেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার কথা বলেন মুক্তিযোদ্ধারা। এসময তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানায়। বর্তমানে সরকার আমাদের অনেক কিছু দিচ্ছে। তবে এসব পাব ভেবে তখন যুদ্ধে যাইনি। যুদ্ধে গিয়েছিলাম দেশকে ভালবেসে।
ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুনঃ
এছাড়া যারা তারানগর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদের বাবাকে নিয়ে যে মিথ্যা ও বিভ্যান্তিকর তথ্য ছড়াচ্ছে সেটা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
তারানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমানের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারী ইউনিট কমান্ডার ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ মিয়া,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্চু, সাদিকুর রহমান,রেজাউল করিম, আবু সিদ্দিক, মোঃ আলী মাস্টার, মান্নান মাস্টারসহ প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Leave a Reply