পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সহিংসতার শঙ্কা থাকায় নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন।
পঞ্চম ধাপে ৪০টি ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে ইভিএম-এ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব ধরণের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন রয়েছে আনসার, বিজিবি, র্যাব, পুলিশ। যে কোন ধরনের সহিংসতা ঠেকাতে বিভিন্ন স্তরে সাজানো হয়েছে পুলিশ বাহিনীকে।
এবারের ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত পদে ৭ হাজার ৯৫০ এবং সাধারণ পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৮ জন।
এর আগে চার ধাপে মোট ২ হাজার ৮৪২টি ইউপিতে ভোটের আগে-পরে ও ভোটের দিন বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। নির্বাচন নিয়ে সহিংসতায় সারা দেশে এ পর্যন্ত ৭৫ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপে। ওই ধাপের নির্বাচন ঘিরে ৩০ জন নিহত হন। দ্বিতীয় ধাপে ভোটের দিন সংঘাতে জড়িয়ে ছয়জন এবং তৃতীয় ধাপে সাতজন নিহত হন। চতুর্থ ধাপের ভোটের দিনের সহিংসতায় নিহত হন তিনজন। বেশির ভাগ সংঘর্ষের ঘটনা ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে।
পঞ্চম ধাপের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সহিংসতায় চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
Leave a Reply